Khoborerchokh logo

সাংবাদিক হুমায়ুন কবির খোকন আর নেই,সাংবাদিক মহলে শোকের ছায়া । 157 0

Khoborerchokh logo

ফটো,সাংবাদিক হুমায়ন কবির খোকন

 হাসপাতালে ভর্তির ঘণ্টাখানেকের মধ্যেই মারা গেছেন দৈনিক সময়ের আলো পত্রিকার প্রধান প্রতিবেদক হুমায়ুন কবির খোকন।
তিনি করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন বলে চিকিৎসকদের সন্দেহ। ঢাকার উত্তরার রিজেন্ট হাসপাতালে গতকাল মঙ্গলবার রাত সোয়া ১০টায় তিনি মৃত্যুবরণ করেন।
হাসপাতালটির ব্যবস্থাপনা পরিচালক মো. শাহেদ গণমাধ্যমকে বলেন, রাত সোয়া ৯টার দিকে খোকন ভাইকে নিয়ে আমাদের হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তির সময়ই উনার অবস্থা আশঙ্কাজনক ছিল।
‘আমাদের ডাক্তাররা চেষ্টা করার মধ্যেই সোয়া ১০টার দিকে তিনি মারা যান।’
চিকিৎসকরা জানায়, তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। তার অ্যাজমারও সমস্যা ছিলো।
তার শরীরে করোনাভাইরাসের উপসর্গ দেখা দিলেও তা পরীক্ষা করা হয়নি বলে জানা গেছে। সময়ের আলোর সিনিয়র রিপোর্টার হাবিব রহমান, তার করোনাভাইরাসের উপসর্গ ছিল। পরীক্ষার জন্য নমুনাও সংগ্রহ করা হয়েছিল।
তিনি জানান, আজ রাতেই আইইডিসিআরের ব্যবস্থপনায় তার দাফন হওয়ার কথা রয়েছে।হাবিব রহমান বলেন, গত ১৫ দিন ধরে বাসা থেকেই অফিস করছিলেন হুমায়ুন কবির খোকন। গতকাল(মঙ্গলবার) সকালে শ্বাসকষ্ট ও মাথাব্যথা বৃদ্ধি পায়। এরপর শারীরিক অবস্থা অবনতির দিকে গেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটির অ্যাম্বুলেন্সের মাধ্যমে উত্তরার রিজেন্ট হাসপাতালে ভর্তি করা হয়।
হুমায়ুন কবির এর আগে দৈনিক মানবজমিন, আমাদের সময়সহ কয়েকটি সংবাদপত্রে কাজ করেন।



সম্পাদকঃ আলমগীর কবীর, ব্যাবস্থাপনা সম্পাদকঃ মনিরুজ্জামান। উপদেষ্টা সম্পাদক পরিষদঃ শাহিন বাবু । অস্থায়ী কার্যালয়ঃ নাওজোড়, বাসন, গাজীপুর মেট্রো পলিটন, গাজীপুর।
যোগাযোগঃ ০১৭১১৪২১৪৫১, ০১৯১১৮৮৯০৯৩, ই-মেইলঃ khoborersomoy24@gmail.com, web: www.khoborersomoy.com